গাজীপুরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান। গতকাল (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে আজ (৮ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভার বৈঠক করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হবে। আর অভিযানটি পরিচালনা করবে যৌথ বাহিনী।
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানটি আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকেই গাজীপুরসহ সারাদেশে শুরু হবে। এ বিষয়ে আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে জনানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।