গতকাল রাতে (৭ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের হামলায় ১৫জন গুরুতর আহত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক নাবওল আহমেদ জানান, সাবেক মন্ত্রীর বাড়ীতে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। শিক্ষার্থীদের উদ্ধার করতে আরও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে ১০-১২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
তাছাড়া স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ছে বলে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। পরে স্থানীয়রা বাড়ির ভেতর ঢুকে কয়েকজনকে মারধরও করে। এতে ১৫ জন গুরুতর আহত হয়।