আজ ২ই ফেব্রুয়ারী তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে অংশ নিতে লাখও মুসল্লির ঢল। সকাল ৯ টা ১১ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আমবয়ানের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। হাজারো মুসল্লির অংশগ্রহণে শেষ হয় তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করেছেন মুসল্লিরা। মোনাজাতে অংশ নিয়েছেন ঢাকাসহ অন্য জেলার মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামীকাল থেকে শুরু হবে ২য় পর্বের ইজতেমা।