পর্দা উঠেছে বাঙ্গালির প্রানের উৎসব অমর ২১শে বইমেলার। আজ ১ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে বইমেলা। বিকাল ৩ টায় মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের গন্ধে মেতে উঠছেন বইপ্রেমীরা। জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে সাজানো হয়েছে এইবারের বইমেলা।
এইবারের মেলায় অংশ নিচ্ছে সর্বোচ্চ সংখ্যক ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্যাভিলিয়ন থাকবে ৩৭ টি। এছাড়াও থাকছে অসংখ্য স্টল। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলাকে ঘিরে নেওয়া হয়েছে