এইবার বিয়ের পিরিতে বসলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ৩১ জানুয়ারী শুক্রবার এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সারজিসের বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অভিনন্দন, বন্ধু সার্জিস! তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।
সার্জিস আলমের শশুরের পারিবারিক সূত্রে জানা যায়, গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। সার্জিস আলমের স্ত্রী একজন কোরআনের হাফেজ।