সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই আগস্টে গন হত্যার বিচার নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, বর্তমান সরকারের দয়াপরবশ কারণে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার বিলম্ব হচ্ছে যা, জুলাই গণ-অভ্যত্থানের সাথে অপমানের শামিল। তিনি আরও লিখেন, সিরিয়ায় সরকারের পতনের পর আসাদ সরকারের সহচারীদের ৩ দিনের মাথায় মৃত্যুদণ্ড কর্যকর হয়েছে। অথচ গণ-অভ্যুত্থানের পাঁচ মাস হয়ে গেলো এখনো ফ্যাসিস্ট হাসিনা ও ফ্যাসিবাদের একজন নেতা কর্মীদেরও বিচার কার্যকর করা হয়নি।
তিনি আরও লিখেন, যদি ৫ই আগস্টের গণ-অভ্যুত্থান সফল না হতো তাহলে ঠিকই আন্দোলনে যোগ দেওয়া বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে যেত ফ্যাসিস্ট হাসিনা। তাই তাদের প্রতি আমাদের আচরণ এমন হওয়া উচিত যেমন ৫ই আগস্টের গণ-অভ্যুত্থান সফল না তারা যা করতো।
তার এ পোস্টের কমেন্টে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হেয়ো করলে হাসনাত আব্দুল্লাহ জবাব দেন, “দেশের বাহিরে না থেকে সাহস থাকলে যেন দেশে এসে মুখোমুখী হয়”।