ঢাবির শিক্ষার্থীর সাথে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (২৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় সাংবাদিকরা সংঘর্ষ নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে তার জবাবে বলেন, সংঘর্ষের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। এসব দূর করার জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া হবে। আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার সমাধান দরকার। আর সেটার জন্য আমরা চেষ্টা করবো।
এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে রবিবার (২৭ জানুয়ারি দিবাগত রাতে হামলার সাথে জড়িতদের তদন্তের আহ্বান জানিয়েছেন।