আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে করা বিভিন্ন গায়েবি, রাজনৈতিক ও সাইবার সিকিউরিটি আইনে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশের মোট ২৫টি জেলায় আড়াইহাজার রাজনৈতিক, হয়রানীমূলক ও গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আর এ সকল মামলায় লাখ লাখ মানুষ আসামী হয়েছে। আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে এ সকল মামলাগুলো প্রত্যাহার করা হবে।
এছাড়াও সাইবার সিকিউরিটি আইনে দেশে যত মামলা হয়েছে সে সব মামলাগুলো আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে ইতোমধ্যে কাজ করছে বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা জানান, উচ্চ আদালতে বিচারক নিয়োগের অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আওতায় বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠেনের কথাও জানান তিনি।
আইন উপদেষ্টা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন বিষয় অন্তর্বতীকালীণ সরকার সংস্কারের উদ্যোগ নেবে না বলেও জানান তিনি।