আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই জানিয়ে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে নিষিদ্ধ হবে কি-না এ বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। তবে, আওয়ামী লীগের যাদের হাতে রক্ত লেগে আছে, তাদের সবার বিচার হবে। তিনি বলেন, দলটির নেতাদের মধ্যে কোন অনুশোচনা নেই।
রবিবার (১৯ জানুয়ারী) বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) এর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রেস সবিচ বলেন, উৎপাদনের বিষয়ে বিগত আওয়ামী লীগ সরকার এতোদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। তারা বলেছে, বছরের পর উৎপাদন বেড়েছে কিন্তু সত্যি ঘটনা হলো পুরো উল্টো। বিগত সরকারের মিথ্যাচারের কারণেই বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার হিমশিম খাচ্ছে। তিনি বলেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও আগের সরকার আলুর বাম্পার উ’পাদন উৎপাদন দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সাথে সরতার কি পরিমাণ সংস্কার চায় তার ওপর ভিত্তি করে নির্বাচনে তারিখ ঘোষণা করা হবে।