বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

তরণী২৪ টিভি প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২১ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির সাথে থাকা ২০ পিস ইয়াবা জব্দ করেন ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীপৌরসভার ৩নং ওয়ার্ডের আলীনগর, মুন্সিপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে শয়ন আলী (২৯)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। প্রেসে ডিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দের তত্ত্বাবধানে ও এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী।
এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com