ভারতের ভুপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও টেস্ট জুডিশিয়াল একাডেমিতে বাংলাদেশের ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে।
যদিও এর আগে ৩০ ডিসেম্বর, আইন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপণে ভারতের একাডেমিতে প্রশিক্ষণের জন্য সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে ৫০ কর্মকর্তাকে অনুমতি দিয়েছিল। যেখানে ভারতের ভুপালে জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি প্রসঙ্গ ছিল তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে। যদিও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে বলেছিল।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকালীন ভারত সফরে গিয়ে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ার লক্ষ্যে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির সাথে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছিলেন।