পটুয়াখালীতে কাশেম নাম ৩৫ বছরের এক নরপশু ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। পুলিশ মৌখিক অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শণ করে প্রাথমিক সত্যতা পেয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে নেক্কারজনক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশের বরাত দিয়ে আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানায়, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে। গত শুক্রবার (৩ জানুয়ারী) দিবাগত ভোর চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় শিশুটির শ্রবণ প্রতিবন্ধি মায়ের পাশ থেকে নিয়ে যায় কাশেম। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে। একঘন্টা পর পুনরায় বাড়িতে নিয়ে আসে। দিনভর রক্তক্ষরণের কারণে সন্ধ্যার দিকে শিশুটির শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত আটটার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। তবে এ ঘটনায় কাশেমকে গ্রেফতার করতে পারেনি কলাপাড়া পুলিশ।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শনে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।