আওয়ামী সরকারের অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত ১৬৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বুধবার রাজধানীতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
মামলায় বাদি আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতি থাকায় ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।
দুদক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করে সাবেক আইন মন্ত্রী আনিসুল হক বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন।