ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের উপর প্যানেল চেয়ারম্যানকে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভোলার মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ভুক্তোভোগী চেয়ারম্যান কন্যাদহ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম। তিনি উপজেলার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবদলের সভাপতিও।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি শিশির পারভেজ জানায়, শুক্রবার (২৭ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত মনিরুল ইসলামের উপর অতর্কিত গুলিবর্ষণ করে। যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে তিনি তার সঙ্গীসহ এলাকার একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। বাড়ি ফেরার সময়ে এ ঘটনা ঘটে বরাত দছে।
তার দাবি- যেহেতু সে বর্তমানে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কেউ তার উপর ক্ষুদ্ধ হয়ে হত্যার চেষ্টা করা হতে পারে বলে জানান।
অন্যদিকে, ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের ভাষ্যমতে ঐ এলাকায় কোন গুলিবর্ষণের ঘটনাই ঘটেনি। ফাঁকা মাঠে নির্জন এলাকায় পটকাজাতীয় কিছুর শব্দ হয়েছে মাত্র। তিনি আরও জানান, সে বৈধ চেয়ারম্যান হওয়ার পরও তাকে পরিষদে বসতে দিচ্ছে না ঐ প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম।
তার দাবি, হয়তো মনিরুল ইসলাম তাকে ফাঁসাতে ঐ গুলিবর্ষণের নাটক সাজিয়েছে। পুলিশ যেন সঠিক তদন্ত করে এর সত্যতা উদঘাটন করে।
এদিকে হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান ও ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমানের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি শিশির পারভেজ জানায়, ঐ ইউপির চেয়ারম্যান কামাল হোসেন সম্প্রতি জামিন নিয়ে বের হয়েছে। কামাল হোসেনের পদে ফেরা নিয়ে মনিরুল ইসলামের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেখানে পটকাজাতীয় কিছু ফুটছে কি না গুলিবর্ষণ হয়েছে তা তদন্তের পরেই জানা যাবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতেই এলাকার বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেছে।