বুধবার দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে সচিবালয়ে সাত নম্বর ভবনে সংগঠিত অগ্নিকাণ্ডের বিষয়ে বাংলাদেশ নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম যে বিবৃতি দেয়েছেন সেই বিবৃতি আমিনুল ইসলামের ব্যক্তগত বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আইএসপিআর এর অফিসিয়াল প্যাডে আইএসপিআর এর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত ২৩. ১৬. ০০০০. ০০৯. ৩৯.০০১. ২৪ নম্বর পত্রে এ তথ্য জানান।
পত্রে উল্লেখ করা হয়,সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় আমিনুল ইসলাম এসসিপিও (জেসিও) এর নেতৃত্বে সাত সদস্যের একটি দল মোতায়েম করা হয়েছিল। ঐ সময় আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে যে বিবৃতি দিয়েছেন তা একান্তই তার ব্যক্তিগত মন্তব্য। উক্ত বিবৃতি বাংলাদেশ নৌবাহিনীর কোন অফিসিয়াল বিবৃতি নয়।
প্রজ্ঞাপনে তিনি এ সকল বিষয়ে সকলকে অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য অনুরোধ জানানো হয়েছে।