দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশ সচিবালয়ে অগুন লেগেছে। আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের সকল কাগজপত্র পুড়ে গেছে। এদিকে সংগঠিত অগ্নিকাণ্ডটি পরিকল্পিত হতে পারে বলে আশঙ্কা করেছেন, আগুন নেভানোর কাজে সহায়তায় নিয়োজিত অন্যতম দল বাংলাদেশ নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সচিবালয়ের ৭ নং ভবনে লাগুন লাগে।
ফায়ার সার্ভিসকে সহায়তা করা নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলামের এমন ধারণার কারণ জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, সচিবালয়ের সাত তলা ভবনের আগুন লেগেছে ছয় তলা ও নয় তলার পাশাপাশি মাঝেও। এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। শর্ট সার্কিট থেকে আগুন এক জায়গা থেকে শুরু হয়ে তা বিভিন্নস্থানে ছড়িয়ে পরে। কিন্তু এ ক্ষেত্রে আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে, যা অস্বাভাবিক। তাই মনে হয়েছে দুর্ঘটনাটি পরিকল্পিত। বাকিটা যথার্থ তদন্তের মাধ্যমে জানা যাবে।
এদিকে, সচিবালয়ে সংগঠিত অগ্নিকাণ্ডে বেশ কিছু মন্ত্রণালয়ের সকল নথি পুড়ে গেছে বলে সচিবালয়ের একটি সূত্র দাবি করেছে।
অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরক্ত সচিব খালেকুজ্জামকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠিন করা হয়েছে। যে তদন্ত কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তার প্রতিবেদন জমা দিবে।
এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক ফায়ার ফাইটার ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন (২৪) রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।