ঝালকাঠির রাজাপুরে সদর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ জনসভা হয়েছে।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধার সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি এই বাংলার মাটিতেই বাস্তবায়ন করা হবে। দেশে শেখ হাসিনা তার দোসরদের মূর্তি বানিয়ে পুরো দেশটাকে মন্দিরে পরিণত করে রেখেছিলো। আগামী নির্বাচানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর রাষ্ট্র সংস্কারের রুপরেখা বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন উপস্থিতদের।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, ব্যারিস্টার মোঃ গোলাম জাকারিয়া, মাসুম বিল্লাহ পারভেজ, জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।