বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন,”ভারত যদি মায়া কান্না না করে তবেই এই দেশে হিন্দুরা ভালো থাকবে। দেশটি বাংলাদেশের হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে।”
তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের এক গোষ্ঠীর ভিতর খারাপ লেগেছে। তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠেপড়ে লেগেছে। তাঁর (শেখ হাসিনা) সাথে তাদের (ভারত) গণমাধ্যমগুলো প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে। অথচ হাসিনার আমলে কোটি কোটি টাকা পাচার করে ভারতে রেখেছে। সেই টাকা দিয়েই তাদের মিডিয়ার মাধ্যমে আমার দেশকে ছোট করে তুলে ধরছে। আর কিছু সংখ্যালঘু আছে যারা কিনা ভারতের সাথে তাল মেলাচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর দেশের হাতেগোনা কিছু এলাকায় রাজনৈতিক গোলযোগ হয়েছে। যার অধিকাংশই ছিলো শেখ হাসিনার শুভাকাঙ্খি। একদিকে ইস্কনের বহিষ্কৃত একটি অংশ দিয়ে বাংলাদেশের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত সরকারের ভ্রান্তনীতির কারণেই বিগত সরকারের আমলে এই দেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত অন্যান্য নেতারা বলেন, দিল্লির একচোখা নীতির কারণেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিপক্ষতাচরণ দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে সম্প্রীতি বিনষ্টের অপকৌশল বন্ধসহ সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিও জানান তারা।