নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) হাতে বিপুল পরিমাণ মাদকসহ ৪ চোরাকারবারী আটক হয়েছে। গত ২ ডিসেম্বর সকাল ৭টায় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মাদক জব্দ করে। সীমান্ত ২৬০ নম্বরের পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে পত্নীতলা উপজেলার পাটি আমলা গ্রামের আজাহার আলীর ছেলে ফিরোজ হোসেন, চকমুলী গ্রামের তাজিম উদ্দিনের ছেলে মতিয়ার হোসেন, চক নন্দল গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে শ্রী পাউলুস হাসদা এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদাকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ৬ বোতল ভারতীয় মদ, দুটি পুরাতন মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২লাখ ৯৯ হাজার টাকা। আটক চোরাকারবারীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আটক মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “নওগাঁ সীমান্তে মাদক পাচার, গরু পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। আমাদের প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত। এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি’র এমন উদ্যোগ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। স্থানীয় জনগণ বিজিবি’র এই কার্যক্রমের প্রশংসা করেছে এবং এটি সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।