নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে বালু চোরাকারবারীদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, ধামইরহাট উপজেলার রসপুর বাজারের অদূরে শিমুলতলী সেতুর নিচে সকাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু খেকোরা। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানি কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল দুপুরে অভিযান চালিয়ে ৮টি মেসি ট্রাক্টর ও ১টি ভেকু মেশিন জব্দ করেন।
পরে বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি স্থানীয় কয়েকজন চালক ও জব্দকৃত যানবাহন দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির ছত্রছায়ায় এ অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত ট্রাক্টরগুলো মুক্ত করার শর্তে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দেন। এরপর আদালত চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ধামইরহাট থানার এসআই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক ও এম কে চৌধুরী জিন্নাহ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সেতুর নিচে ভবিষ্যতে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কারাবাসসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।