দলকে আরও গতিশীল করার লক্ষে রবিবার (০১ ডিসেম্বর) রাশিমনি স্মৃতিসৌধ চত্বরে নেত্রকোণার দুর্গাপুরে কুলাগড়া ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় কুলাগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব হৃদয় মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো . ইউসুফ খান। এ সময় আরো বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রোওশন আলী সহ আরও অনেকে । এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সুশৃঙ্খল দল। এ দলটি সর্বদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে গণমানুষের জন্য কাজ করে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন স্থান নেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। দলের অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা রক্ষা ও দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাই কে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের ভিতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীর সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা৷