জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার সংলগ্ন মাঠে এ জনসভাটি হয়।
সভায় সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি বলেন, “যারা দেশকে ভালোবাসে না, তারা জাতীয়তাবাদী দল করতে পারবেন না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে কিছু দেওয়ার চেষ্টা করি। বিএনপির প্রতি আস্থা রাখুন এবং আগামী নির্বাচনে দলকে বিপুল ভোটে বিজয়ী করুন।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহাম্মদ, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, এবং বিএনপি নেতারা মামুনুর রশিদ ফকির, জহুরুল ইসলাম পিন্টু, রমজান আলী প্রমুখ।
জনসভায় জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়। সভা সঞ্চালনা করেন আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল মোর্শেদ শিমুল।