ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আবারও সেই বৈষম্য, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, অবিচার, দখলদারীত্ব, চাঁদাবাজি, মিথ্যা মামলা, খুন, ঘুষ ও ধর্ষণ এর কারণটা কি? আপনি একবারও ভেবে দেখেছেন? যে অত্যাচার, জুলুম, নির্যাতন, দখল দারিত্বের বিরুদ্ধে ৫ ই আগস্ট আন্দোলন করলাম। তার কোন পরিবর্তন হলো না, শুধু হাত পরিবর্তন হয়েছে ৷ তা হলে কি করতে হবে? এবার নীতির পরিবর্তন করতে হবে”। তিনি আরও বলেন, ‘শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, তাই নীতির পরিবর্তন দরকার’।
ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তন হলে চলবে না, তাতে শান্তি আসতে পারে না, তাই নীতির পরিবর্তন করতে হবে। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ৷ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার আয়োজনে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল আমিন, যুব আন্দোলনের উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জামানসহ আরো অনেকে ৷