পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলায় বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাত দশটার দিকে শহরের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নশা বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বরগুনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে গত ১০ আগস্ট জেলা আওয়ামী লীগ বরগুনা পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেন। তিনি বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করার হুমকি দেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ১২ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। ঐ কথোপকথোপনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এমন ঘটনা দেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহীতার সামিল। এরই প্রেক্ষিতে গত ৭ অক্টোবর বরগুনা সদর থানায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলায় মনিরুজ্জামান নশার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলায় কেওড়াবুনীয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নসাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাসময়ে তাকে আদালতে পাঠানোও হয়েছে।