জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে বিএনপির জনসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে পিংনা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সদা সংগ্রামরত। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ হবে।”
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহম্মদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। তিনি যুবসমাজের উদ্যম ও চেতনা দিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।
উক্ত সভার সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ। জনসভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলো আবেগ এবং দলীয় ঐক্যের দৃঢ় প্রতিজ্ঞা, যা আন্দোলনের পথে একটি নতুন মাত্রা যোগ করেছে।