জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩নং ডোয়াইল ইউনিয়ন শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চাপার কোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় দলীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণের বিপুল সমাগম হয়, যা পুরো মাঠজুড়ে প্রাণবন্ত উপস্থিতি ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানটি মুর্শিদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, যিনি নিজ বক্তব্যে স্থানীয় সমস্যা ও সংকটের পাশাপাশি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরেন।
এ বিশাল জনসভার মধ্য দিয়ে ডোয়াইল ইউনিয়ন বিএনপি নতুন উদ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দলীয় ঐক্য ও শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে সকল সংকট মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।