পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেস্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
এর আগে রাত সাড়ে ৯টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতারা হলো- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গণেশ রায় (৪৩), গণেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬) ও ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে যাওয়ার জন্য দিনাজপুর জেলার একটি দালাল চক্রকে নগদ এক লাখ টাকা দিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় এসেছেন। এ ঘটনায় দালালদের আটক করার চেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া এলাকার সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান দিয়ে রাত সাড়ে ৯টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করে।
তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।