শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

সম্প্রতি ভারতীয় পুরোহিত মহানবী  মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তিতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবশে ও বিক্ষোভ মিছিল করছে কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজলোর তৌহিদি মুসলিম জনতা।

আজ সােমবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর এ র্কমসূচি পালন করেন তারা। এ সময় জনতা উপজলোর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  বাদ যোহর একত্রিত হয়ে মিছিল প্রধান সড়ক হয়ে বাসস্ট্যান্ড হয়ে জামতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থতিত জনতারা ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘বিশ্ব মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবার’, ‘বিশ্ব নবীর  দুশমনরা, হুশয়িার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় বক্তারা বলনে, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছিলেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকাররে কাছে অনুরােধ কুটনৌতিকভাবে তাদের বিরুদ্ধে  প্রতিবাদ করব। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।

উক্ত সমাবশেে বক্তব্য দেন ভূরুঙ্গামারী সরকারি কলজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান স্বপন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  ভূরুঙ্গামারী শাখার সভাপতি ও ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূরুঙ্গামারী উপজলো সভাপতি মাওলানা মুফতী ওমর ফারুকী, মাওলানা আশফাকুর রহমান জওহারী, মুফতী মাহমুদুল হাসান কাসেমী ভূরুঙ্গামারী। 

বক্তারা বলনে, বিশ্বের ইতিহাসে দুইটা বর্বর জাতি রয়ছে, ইসরাইল আর ভারত। ইসরাইল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদরে গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানবিকতার পরিচয় দিয়েছে।

এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে। ভারতের পুরোহিত ইসলাম ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির  পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যুগে যুগে যারা রাসুলের নামে মিথ্যাচার করেছিলো পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com