মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের ৯ ঘন্টা পর নদীতে ভেসে উঠছে ইমরান হোসেন (৩২) নামে এক জেলের লাশ। নিহত ইমরান হোসেন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফারজান মিয়ার ছেলে।
শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানান, রাতে ইমরান হোসেন তার ভগ্নিপতি মিঠু মিয়াকে (৩৭) সঙ্গে নিয়ে বিলে মাছ শিকার করতে গিয়েছিল । মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ইছামতি নদীর ঘনশ্যামপুর এলাকায় আসলে ঢাকা মুখী আল্লাহর দান নামে একটি খালি বাল্কহেড তাদের ডিঙি নৌকার ওপর দিয়ে তুলে দেয়। সঙ্গে সঙ্গে ইমরান হোসেনকে বহনকারী নৌকাটি পানিতে তলিয়ে যায়। ভগ্নিপতি মিঠু সাঁতরায়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নৌকায় থাকা ইমরান হোসেন পানিতে ডুবে নিখোঁজ হন। ভোর ৫ টার দিকে শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় ইছামতি নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে । ৯ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ১ কি:মি: দূরে শেখরনগর গোপালপুর ব্রীজের নীচে ইমরানের লাশ ভেসে উঠে । সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ওই জেলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে সিরাজদিখানের শেখেরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সন্ধা সাড়ে ৬টার দিকে বলেন, নৌকা ডুবির ঘটনায় আল্লাহর দান নামে বাল্কহেডটি থানায় আটক করা হয়েছে । নিহতের আত্নীয় স্বজনদের কোন অভিযোগ না থাকায় এবং তারা বিনা ময়নাতদন্তে মরদেহ চাওয়ায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।