সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকার সড়ক হতে এ সমস্ত ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটির হেলপারকে আটক করে গজারিয়া থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা।
আটক হেলপারের সোহাগ (২৩)। সে নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের জেল হকের ছেলে।
শিক্ষার্থীরা ও পুলিশ জানায়, গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলো। দুপরে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানকে থামানো হয়। তল্লাশি করা হলে হেলপারের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এটিএম আক্তারুজ্জামান এ খবর নিশ্চিত কর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেছে। জব্দ করা কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে।