আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল শীঘ্রই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উদ্যোগের মূল লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত করা বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, পেপ্যালের মাধ্যমে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার থেকে সহজে পণ্য বিক্রি ও অর্থ গ্রহণ করতে পারবে। তিনি আরও যোগ করেন, বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রদান জটিল হওয়ায় তারা আন্তর্জাতিক লেনদেনে সমস্যায় পড়ে। পেপ্যাল আসলে এ অসুবিধা দূর হবে।
তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে পণ্য পাঠাতে পারবে। গভর্নর আরও জানান, বর্তমানে অনেক ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা আন্তর্জাতিক বাজার থেকে অর্থ পেতে বেগ পোহান, কখনো অর্থই পান না।