আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি এখনো পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে নিশ্চির করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।
রবিবার (৪ই মে,২০২৫) আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় ব্যারিস্টার সাজ্জাদ হায়দার এ তথ্য দাখিল করেন। সেখানে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে তুরিন আফরোজ নামে কোন শিক্ষার্থীই ছিলেন না।
গত ১৩ মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক জানান, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।