বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না, পরোয়া করে না। একটি টেকসই গ্রহণযোগ্য গণতন্ত্রের জন্য জামায়াত কাজ করছে।
আজ শনিবার (২৬শে, এপ্রিল ২০২৫) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোচ্চার, দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের বিষয়েও তিনি বলেন, জামায়াতের দলীয় নির্বাচন সময় মতো হয় এবং ক্যাম্পেইন ছাড়া, প্রার্থী ছাড়া, প্যানেল ছাড়া অপেন ব্যালটে আমাদের দলীয় নির্বাচন হয়। তাই কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত। আর স্বাধীনতার প্রশ্নে আমরা কারও হস্তক্ষেপ স্বীকার করি না।