সুনামগঞ্জের জাউয়া বাজারে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাওহীদী জনতা। এতে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার যুগ্ন আহবায়ক বিএনপি নেতা এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন জনাব কবি আসাদুর রহমান পীর, ছাতক প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক জুনাইদ আহমেদ, উপস্থিত ছিলেন মাও আবু তায়িব খতিব লক্ষমোম জামে মসজিদ, উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও জসিম উদ্দিন, খেলাফত মজলিস নেতা মাও আবু সুফিয়ান, খেলাফত মজলিসের সহসভাপতি কে এম সালেহ পীর সাহেব মণিপুর, তরণী২৪ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শিব্বির আহমদ, খেলাফত মজলিস জাউয়া বাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইদুল হাসান খোকন, + জামায়াত নেতা মাও জামিলুর রহমান চৌধুরী, এ এফ এম এডভোকেট মাওঃ শফিউর রহমান, প্রিন্সিপাল আল মুনির।
অনুষ্ঠিত পরিচালনা করেন, জাউয়া বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ সাইদ আহমেদ এবং দোয়া করেন সুনামগঞ্জ জেলার বড় হুজুর আমিন।