মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় সড়ক দু-র্ঘ-ট-নায় আরভি (৬) নামে এক শি-শুর মৃ-ত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রথম শ্রেণির ছাত্রী আরভিকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আ-ঘা-ত-প্রা-প্ত হয়ে সে ঘটনাস্থলেই নি-হ-ত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা বাসটিতে আ-গু-ন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় আলমগীর শেখের কন্যা আরভি’র মৃ-ত্যুর ঘটনায় একটি অ-স্বা-ভা-বিক মৃ-ত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক বাস চালককে চিহ্নিত করে আটকের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।