রাজধানীর খিলক্ষেতে ধ/র্ষ/ণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে থানায় আনার সময় পুলিশের উপর হামলা করে অভিযুক্ত যুবককে ছিনিয়ে নেয় স্থানীয়রা। এরপর বেধড়ক মারধর করে ওই যুবককে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায়।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধ/র্ষ/ণের অভিযোগে একজনকে আটক করে থানায় নেওয়ার পথে উত্তেজিত জনতা পথ আটকে চড়াও হয় এবং হামলা চালায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, খিলক্ষেত বটতলাসংলগ্ন বালুর মাঠে পাঁচ বছরের শিশুকে ১৬ বছরের কিশোর ধ/র্ষ/ণ করে।এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়।
শিশুটির মা এ ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমরা বাসায় ছিলাম না, বাসায় এসে জিগাইলাম শুইয়ে আছে কেন, বললো জানি না। পরে উঠে বলে মা নানীদের পাশের বাসার এক ছেলে আমার হাত টেনে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। আমি চিৎকার দিবো বলে আমার মুখ চেপে ধরে।
উল্লেখ্য, হামলার শিকার কিশোরটি এখনো বেঁচে আছে বলে জানিয়েছেন গুলশান বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন