যদি কাউকে গরুচোর বলে সন্দেহ করা হয় তবে তাকে মাঝরাস্তায় দাঁড় করিয়ে গুলি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কর্ণাটোকের মন্ত্রী মানকালা সুব্বা বৈদ্য।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, মানকালা সুব্বা বৈদ্য কর্ণাটকের মৎস্য, বন্দর এবং পানি পরিবহণ মন্ত্রী ও ভটকলের বিধায়ক। তিনি জানান কন্নড়ে সম্প্রতি গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই তিনি হুঁশিয়ারি দেন ‘কোনোরকম মাফ নেই, গরুচোর বলে সন্দেহ হলেই গুলি করা হবে’।
তিনি আরও বলেন, বিজেপি সরকারের আমলে গরু চোরেরা পার পেলেও কংগ্রেস আমলে তা পাবেনা।