সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জিতলেন যারা

তরণী২৪ টিভি প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

উৎসুক জনতার মুহুর্মুহু করতালি আর আবেগঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (১৯ জানুয়ারি) ‘জলতরঙ্গ’ ড্যান্স গ্রুপের পরিবেশনায় উৎসবের সমাপনী আনুষ্ঠিকতা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন,” উৎসবের জন্য ভবিষ্যতে স্থায়ী ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে”
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এবারের আয়োজনে মোট ১০টি বিভাগে ২০৩টি চলচ্চিত্র দেখানো হয়েছিল। যেখানে ৭৫টি দেশ অংশ নিয়েছিল।

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রান্সের সারাহ ম্যালেগলের নির্মিত রুয়ান্ডার গণহত্যার পটভূমি নিয়ে ‘কুমভা, উইচ কামস ফ্রম সাইলেন্স’ ছবিটি সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে। বিভাগীয় সেরা হিসেবে উজবেকিস্তানের শখির খলিকবের ছবি ‘সানডে’। বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’।

এছাড়াও এশিয়ান ফিল্ম কম্পিটিশনে সেরা পরিচালক হয়েছেন চীনের হাওফেং জু ও জানফেং জু। সেরা অভিনেতা ইরানের রায়ান সারলাক , সেরা অভিনেত্রী ইরানের দিমান জানদি।

তাছাড়াও উইমেন ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে রাশিয়ার ‘নট জাস্ট এনি ডে’, সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি বুলগেরিয়ার ‘স্কারলেট’, সেরা ফিচার ফিল্ম ফ্রান্সের ‘কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স’, সেরা পরিচালক অগাস্টিনা সানচেজ গেভিয়ার।

আরও আছে চিলড্রেন ফিল্ম সেকশনে রাশিয়ার বাদল রহমানের ‘হোয়্যার দ্য হোয়াইট ক্রানস ড্যান্স’ ছবি, স্পেশাল অডিয়েন্সে ফিলিপাইনের ‘দ্য গার্ডিয়ান অব অনার’ ছবি এবং বেস্ট অডিয়েন্স পুরস্কার জিতল ভারত ‘পদাতিক’ ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com