দেশের একদল তরুণ উদ্যোক্তা তৈরী করলো ফেসবুকের মতই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হিকমা’। হিকমার উদ্যোক্তরা জানান, এটি (হিকমা) ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও অশালীন কনটেন্ট রোধেও কাজ করবে। ফেসবুকের পাশাপাশি তারা ইউটিউবেরও বিকল্প হিসেবে নিয়ে এসেছেন ‘মাহফিল’, যা পুরোপুরি বয়োবৃদ্ধ ও শিশুবান্ধব বলে দাবি করেছেন। এছাড়াও শিশুদের জন্য সাইবার জগৎ উপহার দিতে তৈরি হয়েছে ‘কাহফ কিডজ’।
বর্তমানে দেশের কোটি কোটি মানুষ ব্যবহার করছে ফেসবুক ও ইউটিউবসহ আরও ডিজিটাল প্লাটফর্ম। তবে ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্ন হওয়া, হরহামেশাই অন্য ব্যবহারকারী দ্বারা বুলিং, আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত কনটেন্ট চোখে পড়া, গুজব বা মিথ্যা তথ্য সরবরাহের মত হয়রানির কারণে প্রায়ই পড়তে বিড়ম্বনায়।
এ অবস্থায় নেটিজেনদের সুরক্ষা নিশ্চিত করতে একদল তরুণ উদ্যোক্তা নিয়ে এসেছেন ফেসবুকের মতই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হিকমাহ’। ব্যবহারকারীদের শতভাগ নিরাপদ রাখতে সর্বাধুনিক সব ফিচার যুক্ত করার দাবি তাদের।