খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসবগুলোর একটি—ইস্টার সানডে। আশা ও শান্তির বার্তা বহন করে সারাদেশে পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই গীর্জাগুলোতে শুরু হয় প্রার্থনা, সঙ্গীত আর আলোর উৎসব। প্রতিটি সংকটের পর নতুন সূচনার প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনাও করা হয়।
রোববার (২০ এপ্রিল) খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন। খ্রিষ্টান ধর্মমতে, যীশু খ্রিষ্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। পাপমুক্ত করেন মানব সমাজকে। এটি কেবল ধর্মীয় উৎসব নয়—এক মানসিক নবজাগরণ বলেই মনে করেন তারা। এই দিনে নতুন পোশাকে সজ্জিত হয়ে প্রার্থনায় অংশ নেয় নানা বয়সী মানুষ।
ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।