১৭ই মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মদিন। মহান এই কিংবদন্তী আজকের এই দিনে ১৯২০ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর জন্মদিনে অসহযোগ আন্দোলন চলছিল। এর আগে ৬৬-র ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে ’৭০ সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান দাঁড়িয়ে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতাঁর সংগ্রাম। সেই আহ্বানে সাড়া দিয়ে সেদিন গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে শামিল হয়। ছিনিয়ে আনে বিজয়।
বঙ্গবন্ধু সর্বপ্রথম ১৯৫০ সালে তাঁর ৩০তম জন্মদিন কারাগারে কাটান ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভা সরকারিভাবে বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় ও পরবর্তীতে এটিকে ছুটি ঘোষণা করে।