হালখাতা! যেখানে নববর্ষের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনে ব্যবসার হিসাবের নতুন খাতা খোলা হতো। অর্থাৎ এদিনে ব্যবসায়ীরা পুরোনো বছরের সকল ব্যবসার হিসাব-নিকাশ হালনাগাদ করে নতুন বছরের জন্য হিসাবের খাতা খোলা হতো। এটি বাংলা নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীদের মধ্যে প্রচলিত একটি ঐতিহ্যবাহী প্রথা। সাধারণত নতুন খাতাটি লালসালুতে মোড়ানো থাকে। এ দিনটি উপলক্ষ্যে ব্যবসায়ীরা ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতো।
‘হালখাতা’ শতবছরের বাঙালী সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হলেও বর্তমানে প্রযুক্তি এসে তাতে বাধ সেধেছে। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে বিভিন্ন অ্যাপস ও অনলাইন শপিংয়ের কারণে হালখাতার সেই আগেকার দিনের জৌলুস কমে এসেছে।
বর্তমান আধুনিক যুগে ভাটা পড়েছে ঐতিহ্যের হালখাতায়। চারপাশে প্রযুক্তির ছোঁয়া, কম্পিউটার, ল্যাপটপ আর অ্যাপসের দুনিয়ায় হাতে লেখা খাতার প্রচলন প্রায় নেই বললেই চলে। ফলে এখন আর বাংলা সনের প্রথম দিনে ব্যবসায়ীদের নতুন হালখাতা খুলতে খুব একটা দেখা যায় না। তবে ঐতিহ্য রক্ষায় এখনো রাজধানীর অনেক ব্যবসায়ী রীতি ধরে রাখতে হালখাতা উৎসব করে থাকেন। এই হালখাতার উৎসব হয় মূলত, বৈশাখ মাসের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিনে। এদিন ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে পুরোনো বছরের লেনদেন চুকিয়ে, নতুন বছরে খোলা হয় হিসাবের নতুন খাতা। শুরু হয় হালখাতা’র হালনাগাদ।