জানুয়ারিতে শুরু হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের জন্য একটি স্পষ্ট রোডম্যাপসহ ‘অনেক বেশি প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনের পরিকল্পনা মাফিক পারস্পরিক শুল্ক আরোপের কয়েক সপ্তাহ আগে এক পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স থেকে জানা যায়, এপ্রিল থেকে শুল্ক আরোপের মুখোমুখি হতে যাওয়া বাণিজ্য অংশীদারদের মধ্যে ভারতও রয়েছে, যা অটোমোবাইল থেকে কৃষিখাত পর্যন্ত রপ্তানিকারকদের জন্য দুর্দশার কারণ হতে পারে। অন্যদিকে, গত মাসে মোদি এবং ট্রাম্পের মধ্যে বৈঠকের পর, দুই দেশ শুল্ক বিরোধ নিষ্পত্তি করতে এবং ২০২৫ সালের শরৎকালের মধ্যে একটি চুক্তির প্রথম অংশে কাজ করতে সম্মত হয়। সেই চুক্তির লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের দ্বিমুখী বাণিজ্যে পৌঁছানো।