২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষোদ বিভাগ থেকে জারি করা পরিপত্রের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবং দিনটি পালনের জন্য ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আজ থেকে ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বোরচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। যার মধ্যে ২০১৩ সালের ৫ই নভেম্বর হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয়। আর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৮৩৪ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।