মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

দুর্গাপুরে ঐতিহ্যবাহী মহিষাসুর বধ পালা মঞ্চায়ণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

নেত্রকোনার দুর্গাপুরে মহিষাসুর বধ পালা মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেলের আয়োজনে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদযাপন উপলক্ষে শনিবার ৪ জানুয়ারী বিকেলে উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহিষাসুর বধ পালা মঞ্চায়ণ হয়।

ছবি: তরণী২৪ টিভি

জেলা প্রশাসক বনানী বিশ্বানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
প্রধান অতিথি ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেগুলো রক্ষার জন্য কাজ করছে শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় এ প্রত্যন্ত গ্রামে মহিষাসুরবধ পালা মঞ্চায়ণ করার আয়োজন করা হয়। ভিন্ন ভিন্ন এমন শিল্পচর্চার মাধ্যমে মানুষের মাঝে নতুন নতুন চিন্তার বীজ বপন করতে হবে। সকলে মিলে দেশের মহিষাসুর ধ্বংস করে যেনো আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি যে লক্ষ্যে কাজ করতে হওয়ার আহবান জানান তিনি।
অনেকে।
পরে সন্ধ্যায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উৎসব নিয়ে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করে। শেষে বগাউড়া গ্রামের হাজং সাংস্কৃতিক দল ঐতিহাসিক ‘‘মহিষাসুর বধ’’ ও ‘‘কালী যুদ্ধ’’ পালা নান্দনিক অভিনয়ের মাধ্যমে তুলে ধরে।

শেষ দৃশ্য | ছবি: তরণী২৪ টিভি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামীম আকতার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার ফাদার পাওয়েল কোচিওলেক, বিশিষ্ট কণ্ঠশিল্পী অনিমেষ হাজং, চিত্রশিল্পী রুপক হাজং, গাঁও মোড়ল হরিদাস হাজংসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com