ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছরই থাকবে জানিয়ে অন্তর্বতীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, জেলা ও উপজেলায় উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। সেখান থেকে তিন-চার জন করে সেরা উদ্যোক্তা বাছাই করা হবে। পরে তারা চূড়ান্তভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে, যার সকল ব্যয় সরকার বহন করবে।
বুধবার (১ জানুয়ারী) রাজদানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা – ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনুস বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে সামগ্রিক রপ্তানি রাড়াতে সেবা খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে রফতানির ভিত্তি শক্তিশালী করতে দেশের ব্যবসায়ী ও উদ্যোগক্তাদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, আমাদের রপ্তানি বৃদ্ধি করতে হবে। আর এটি বৃদ্ধিতে পণ্যের পাশাপাশি সেবা খাতে আরও বেশি বিনিয়োগ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তরুণদেরকে পথপ্রদর্শক আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, তারা শুধু জাতিকেই নয়, দুনিয়াকে পথপ্রদর্শন করবে। একটা সময় আসবে ‘বাংলাদেশী তরুণরা কী করছে, আন্তর্জাতিক তরুণরা তা দেখতে আসবে’। বাংলাদেশের তরুণদের কাছ থেকে বুদ্ধি নিতেআসবে, শিখতে আসবে। জয়েন্টবেঞ্চার করতে আসবে।
তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তরুণদের জন্যে একটা পৃথক অংশ থাকবে। যেখানে ২৫ বছরের কম বয়সী উদ্যোক্তারা আসবে। তারা কী করে তা দেখতে পারবে।