আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এ কথা জানিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান।
তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করব এবং আমার পছন্দ ফুটবল প্রতীক। সেটার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো।
এর আগে, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের এক শতাংশ স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল দেখিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।