দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, বেশ কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তিনি ইতোমধ্যে দূর থেকেই জাতির সামনে যে বার্তা দিয়েছেন, তাতে গোটা জাতি নতুন করে আশাবাদী হয়েছে। মানুষের এই আশাবাদ- এবার সত্যিকার অর্থেই একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা দেশে প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, একই সঙ্গে ২৪ এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও।