রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করা হয়। এ সময় নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে, তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিয়েছিলেন। এ তালিকায় দুইজন ভোটার অন্য আসনের হওয়ায়, সমর্থন নিয়ে গড়বড় থাকার অভিযোগে জারার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।