টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে উদ্বেগ জানিয়েছিলো এবং দলের ম্যাচগুলো স্থানান্তরের অনুরোধ করেছিলো—সে বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জবাব পেয়েছে বিসিবি।
বুধবার (৭ জানুয়ারি) টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
বিসিবি স্পষ্ট জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় পয়েন্ট কাটা যাবে- এমন খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে এমন কোনো কঠোর বার্তা বা আলটিমেটাম তারা পায়নি। বরং ভেন্যু ও নিরাপত্তা ইস্যুতে দুই সংস্থার মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে।
বিসিবি সভাপতি জানান, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদ নন এবং বোর্ডের উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো কী কী, তার একটি বিস্তারিত ব্যাখ্যা আইসিসির কাছে খুব শিগগিরই পাঠানো হবে। সেই ব্যাখ্যার ওপর ভিত্তি করেই আইসিসি তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে হুট করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবরটি কেবল গুজব।